বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শেখ হাসিনার ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনার ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিল

বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং শেখ হাসিনার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে এই মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল নেতাকর্মীরা।

এসময় আরাফাত বলেন, ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর অপরাধে শেখ হাসিনার বিচার করতে হবে। আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। পতিত স্বৈরাচার ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নারায়ণগঞ্জে এসকল নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের অপকর্মের বিরুদ্ধে ছাত্রদল সবসময় রাজপথে সোচ্চার থাকবে। 

এসময় নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।