বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমি জানি কারা নির্যাতিত, অর্থের প্রভাব খাটবে না : দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আমি জানি কারা নির্যাতিত, অর্থের প্রভাব খাটবে না : দিপু ভূঁইয়া 

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমার নেতা তারেক রহমানের উপর আমার বিশ্বাস আছে। আমার বিশ্বাস, তিনি আমাকে এ দায়িত্ব দিয়েছেন যেন তৃণমূলের কোন নেতাকর্মী ঝরে না যায়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রূপগঞ্জের বিএনপি নেতাকর্মীদের সাথে উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, আমি গত সতেরো বছর মাঠে ছিলাম। আমি নেতাকর্মীদের সুখে দুঃখে তাদের পাশে ছিলাম। আমি জানি কোন কোন নেতাকর্মীরা নির্যাতিত, কারা কারাগারে ছিল। এখন কেউ যদি অর্থের জোরে এসে বলে আমি মাঠে ছিলাম তাহলে সেই কথা আমার সাথে খাটবে না।

তিনি বলেন, আমি জানি কারা নির্যাতিত। আপনারা দিনের পর দিন ঘরে থাকতে পারেননি। দিনের পর দিন জেল খেটেছেন। এসকল তৃণমূল নেতাকর্মীরা যেন ঝরে না যায় সেই ব্যাবস্থা আমি করবো। যেন দুর্দিনে এসকল নেতাকর্মীরা আবারও আমাদের পাশে থাকে।