বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আর কোন ফ্যাসিবাদ বাংলার জনগণ দেখতে চায় না : দেলোয়ার হোসেন সাকি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আর কোন ফ্যাসিবাদ বাংলার জনগণ দেখতে চায় না : দেলোয়ার হোসেন সাকি

গণসমাবেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা উত্তর মাওলানা দেলোয়ার হোসেন সাকী বলেন, আমরা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের বিলুপ্ত করেছি। পরবর্তীতে আমরা কি দেখলাম সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য দুটি ভাগ হয়ে গেছে।  ফ্যাসিবাদে জায়গাগুলো অন্য একটি দল দখল করে নিয়েছে। তাই আর কোন ফ্যাসিবাদ বাংলার জনগণ দেখতে চায় না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা মার্কা নিয়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১২ ফেব্রুয়ারি বিকালে নয়াপুর সম্মেলন মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় সাংবাদিক আক্তার হোসেনের সভাপতিত্বে মাওলানা ফজলুল হক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহা জাহাঙ্গীর কবির।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ আমানুল্লাহ ও এসিস্টেন্ট জয়েন্ট সেক্রেটারি ফারুক আহাম্মাদ মুন্সী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , দ্বীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলার ক্যাশিয়ার হাজী গোলাম মোস্তফা,হাজী নুরুল আমিন খান,হাফেজ সাইফুল ইসলাম প্রমুখ।