
সৌজন্য সাক্ষাৎ
আড়াইাহাজারে বাংলাদেশ ছাত্র জমিয়তের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা ছাত্র জমিয়তের নেত্রীবৃন্দ। পরে তাদের বার্ষিক প্রকাশনা কেন্দ্রীয় ক্যালেন্ডার প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ে এর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তের উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার গিয়াসউদ্দিন, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, আড়াইহাজার উপজেলা সভাপতি ওসামা বিন হানিফ, সাবেক সেক্রটারী তাইহীদুল ইসলাম, হাইজাদী ইউনিয়নের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ প্রমুখ।