বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আড়াইহাজারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগজ্ঞের আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে  নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা রায়হানকে (২২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুকুন্দী এলাকা তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেফতারকৃত রায়হান  ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং উপজেলার ঝাউগড়ায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ কর্মী রায়হান বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নীরহ ছাত্রদের মারধর, চাঁদাবাজিসহ বহু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার প্রকৃয়াধীন।