শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

না.গঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল 

বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এসময় মহানগর টিপু বলেন, আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সবসময় প্রস্তুত আছি। রাজপথে আওয়ামী লীগের যেকোন ষড়যন্ত্র মোকাবিলায় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত। আমরা নারায়ণগঞ্জের মাটিতে গডফাদার ও ফ্যাসিস্টদের মাথা চাড়া দিয়ে উঠতে দেবো না।