শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে রাজপথে সক্রিয় জামায়াত, হরতাল ডেকেও নিষ্ক্রিয় আওয়ামী লীগ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

না.গঞ্জে রাজপথে সক্রিয় জামায়াত, হরতাল ডেকেও নিষ্ক্রিয় আওয়ামী লীগ 

বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। জামায়াতের সমাবেশকে ঘিরে দলটির হাজারো নেতাকর্মীর সমাগম ঘটে নারায়ণগঞ্জ শহরে।

এদিকে একই দিনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ডাকা হরতাল কর্মসূচি থাকলেও মাঠে দলটির কোন নেতাকর্মীকে দেখা যায়নি। জেলার কোথাও হরতালের সমর্থনে মিছিল বা পিকেটিংয়ের খবরও পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের খানপুর এলাকায় জেলা ও মহানগর জামায়াতের সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল বের করেন জামায়াতে নেতাকর্মীরা। 

দীর্ঘ ষোল বছর পর নারায়ণগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের আমলে দীর্ঘদিন দিন নারায়ণগঞ্জে জামায়াতের মিছিল, মিটিং অঘোষিত ভাবে নিষিদ্ধ ছিল। জেলার কোথাও মিছিল কিংবা সমাবেশ করতে পারত না দলটির নেতাকর্মীরা। ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেই নারায়ণগঞ্জে সীমাবদ্ধ ছিল জামায়াতের রাজনৈতিক কার্যক্রম। 

অন্যদিকে দীর্ঘ সতেরো বছর দোর্দণ্ড প্রতাপের সাথে দেশ শাসন করার পরেও দলের দুর্দিনে নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে একটি মিছিলও করতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাঁচ আগষ্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই বিভিন্ন উপায়ে দেশ ছেড়ে পালান নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দ্বিতীয় ও মধ্যম সারির নেতারা দেশে থাকলেও আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র জনতার ওপর হামলা চালিয়ে নিজেদের বিতর্কিত করে ফেলেছেন। এর ফলে বর্তমানে তাদের পক্ষে রাজনীতিতে সক্রিয় হওয়া কঠিন।