শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তিন প্রজন্ম ব্যবসায়ী, দিপুতে আস্থা রাখলেন ব্যবসায়ীরা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

তিন প্রজন্ম ব্যবসায়ী, দিপুতে আস্থা রাখলেন ব্যবসায়ীরা 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সম্ভ্রান্ত ব্যাবসায়ী পরিবারের সদস্য ও গাউছিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ওপরেই আস্থা রেখেছেন নারায়ণগঞ্জের ব্যাবসায়ীরা। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দিপু ভূঁইয়া। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) চেম্বার অব কমার্সের নির্বাচনে দিপু ভূঁইয়াসহ ১৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীর শিকদার। 

নির্বাচিত হয়েই নারায়ণগঞ্জের সর্বস্তরের ব্যাবসায়ীদের নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেছেন দিপু। 

জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের সদস্য দিপু। তিন পুরুষ ধরে এই পরিবারটি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাবসায়ে সফলতা অর্জন করেছে। বর্তমানে দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের মার্কেট পরিচালনা করছে দিপু ভূঁইয়ার পরিবার। 

দিপু ভূঁইয়ার দাদা গোলবক্স ভূঁইয়া পাকিস্তানি আমল থেকেই দেশের অন্যতম শিল্পপতিদের একজন ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের দ্বিতীয় শীর্ষ সফল বাঙালি ব্যবসায়ী। স্বাধীনতার পর দেশের অভ্যন্তরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানাবিধ কর্মসূচি হাতে নেন তিনি। 

দিপুর বাবা প্রয়াত মজিবুর রহমান ভূঁইয়া ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান। ব্যক্তিজীবনে তিনিও সফল শিল্পপতি ও উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিত। তার নেতৃত্বে গাউছিয়া গ্রুপ দেশের ব্যাবসায়িক অঙ্গনে ব্যাপক সুনাম অর্জন করে। 

পিতার পর বর্তমানে গাউছিয়া কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করছেন দিপু ভূঁইয়া। দেশের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠী দেশে বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রেখে চলেছে। সামাজিক ও ধর্মীয় আয়োজনে পৃষ্ঠপোষকতায় দিপুর অবদান সবার মুখে মুখে। মূলত একারণেই দিপুর ওপরেই আস্থা রেখেছেন নারায়ণগঞ্জের ব্যাবসায়ীরা। 

এদিকে চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েই দিপু ভূঁইয়া ব্যাবসায়ীদের উদ্দ্যেশ্যে বলেন, বাংলাদেশের জিডিপির ৭ দশমিক ৮৬ শতাংশ নারায়ণগঞ্জ কন্ট্রিবিউট করে। সেই তুলনায় নারায়ণগঞ্জ পিছিয়ে আছে। এখানে ব্যাবসায়ীদের প্রতিকূলতা পোহাতে হয়। এখানে যানজট একটি বড় সমস্যা। এতগুলো গার্মেন্টস এখানে অথচ বায়াররা এসে এখানে থাকবে এমন একটা মানসম্পন্ন হোটেল নেই। এখানে উন্নত মানের স্কুলও নেই, মানসম্পন্ন হাসপাতাল নেই। আজ আমি এখানে আমার ১৯ জন ভাইকে পেয়েছি আমি। আমি চাই সকলকে নিয়ে একসাথে এ সমস্যাগুলো সমাধান করতে।