শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভোটে নেতা নির্বাচিত করবে ছাত্রদল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

না.গঞ্জের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভোটে নেতা নির্বাচিত করবে ছাত্রদল

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে ছাত্রদলের কমিটি গঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনে প্রার্থী ও ভোটার হওয়ার নিয়মাবলি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শাকিল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানায় জেলা ছাত্রদল।

নারায়ণগঞ্জ জেলার অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থী হওয়ার যােগ্যতা সম্পর্কে ছাত্রদল জানায়, শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরা প্রার্থী হতে পারবেন। পড়াশােনায় ধারাবাহিকতা না থাকলে প্রার্থী হতে পারবেন না। মাস্টার্সের ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়ে থাকলে প্রার্থী হতে পারবেন না। সদস্য ফরম পূরণের নির্ধারিত সময়ের কমপক্ষে ২ দিন পূর্বে প্রার্থীর নাম ঘাষণা করতে হবে এবং কমপক্ষে ২৪ ঘন্টা পূর্বে প্রার্থীর সিভির হার্ড কপি সাংগঠনিক টিমের নিকট প্রদান করতে হবে। প্রার্থীর পরিচিতিমূলক কোন ব্যানার বা সদস্য ফরম পূরণ কিংবা নির্বাচন সংক্রান্ত কোন ব্যানারে কোন স্থানীয় নেতার ছবি দেওয়া যাবে না। সদস্য ফরম পূরণ ও নির্বাচনের প্রোগ্রামে কলেজের শিক্ষার্থী ও সাংগঠনিক টিমের নির্ধারিত নেতাকর্মী ছাড়া অন্য কোন নেতাকর্মী নিয়ে কোন প্রার্থী উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। কোন প্রার্থী যদি উপরােক্ত শর্তাবলী অমান্য করেন সেক্ষেত্রে সাংগঠনিক টিম সেই প্রার্থীর প্রার্থীতা বাতিল করতে পারবেন।

অন্যদিকে ভোটার হওয়ার ক্ষেত্রে যোগ্যতা সম্পর্কে ছাত্রদল জানায়, শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরা ভােটার হতে পারবেন। ভােটার হওয়ার জন্য স্বেচ্ছায় সদস্য ফরম পূরণ করতে হবে। কেউ যদি সদস্য ফরমে কোন ধরনের মিথ্যা তথ্য প্রদান করেন অথবা কোন তথ্য গোপন করেন সেক্ষেত্রে সে সদস্য/ভোটার হওয়ার যোগ্যতা হারাবেন। একজন ভােটার শুধুমাত্র একজন প্রার্থীকে ভােট দিতে পারবেন।