রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আল্লাহ ও রাসুলকে পেতে হলে নামাজের কোন বিকল্প নেই : মুকুল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আল্লাহ ও রাসুলকে পেতে হলে নামাজের কোন বিকল্প নেই : মুকুল

আতাউর রহমান মুকুল

বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, মুসলমান পরিবারে জন্ম নিতে পরে আমি অনেক গর্ববোধ করি। আমাদের প্রত্যেক নর নারীকে প্রিয় নবী হযরত মোহাম্মদ  (সাঃ) এর আদেশ র্নিদেশ মেনে চলতে হবে। প্রত্যেককে নামাজের জন্য দাওয়াত দিতে হবে। নামাজ হল বেহেস্তের চাবি। আল্লাহ ও রাসুলকে পেতে হলে নামাজের কোন বিকল্প নেই। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বাদ আছর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া ঈদগাহ ময়দানে

চিশতিয়া তরিকায় পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা সুলতান শাহ স্মরনে এলাকাবাসী ও ভক্তবৃন্দের উদ্যাগে ৩৯ তম ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক ও ৩নং ওয়ার্ডের মেম্বার  হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ওয়াজ ও দোয়া মাহফিল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ কাজী জাহিদ হোসেন। ওয়াজ ও দোয়ার মাহফিলে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু।

ওয়াজ দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মোস্তাকুর রহমান মোস্তাক, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সেলিম, স্বপন মাহামুদ, জাকির হোসেন, ফারুক, সিপন, সাহাদাত, আশাবুদ্দিন, মামুন, রিপন, আসলাম, আনোয়ার হোসেন, সাদ্দামসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ বয়ান করেন ঢাকা কেরানীগঞ্জ কোন্ডা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও  আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন  মুফাচ্ছিরে কোরআন মিডিয়া ব্যাক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ আনিছুর রহমান সানি নক্সোবন্দি মোজাদ্দেদী।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ বয়ান করেন ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোয়াইব আহমদ সাকীসহ স্থানীয় বিভিন্ন জামে মসজিদের ইমাম ও খতিবগন।###