শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যতদিন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে রাজপথ ছাড়বো না : টিটু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

যতদিন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে রাজপথ ছাড়বো না : টিটু

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ

বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু বলেছেন, আমাদের তৈরি করা পাটাতনে দাঁড়িয়ে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোকে নিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। হাসিনা ভোট ঠিকমত দিলে কী তার পতন হত? মানুষের ভোটাধিকার হরণ করে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে। ভোটাধিকার থেকে যেই বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছে, বাংলাদেশের মানুষ তারই পতন ঘটিয়েছে। যতদিন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে রাজপথ ছাড়বো না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শহরের মেট্রোহল মোড়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আজ আমাদের এ সমাবেশটি এখানে করছি নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে। এই প্রতিবাদ আমরা শেখ হাসিনার আমল থেকে করছি। ভোলাতে নূর আলমকে হত্যা করা হয়েছিল, নারায়ণগঞ্জে শাওনকে হত্যা করা হয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করায়। আজও আমাদের এর বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। 

বিএনপি জনগণের দল। জনগণ দুর্ভোগে পড়লে বিএনপি কথা বলবেই। আমরা নতুন স্বাধীনতা পেয়েছি অনেকে বলে। আমরা ১৯৭১ সালে স্বাধীন হয়েছি তবে ২০২৪ সালে আমরা স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছি। 

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ। বাংলাদেশের মানুষ সংগ্রামে অভ্যস্ত। এ ধারা অব্যাহত রাখতে ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রথম স্বৈরাচারের পতন ঘটিয়েছিল এদেশের মানুষ।