শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপির সমাবেশে বিড়ম্বনায় রোগীবাহী অ্যাম্বুলেন্স!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির সমাবেশে বিড়ম্বনায় রোগীবাহী অ্যাম্বুলেন্স!

অ্যাম্বুলেন্স হাসপাতালের দিকে যেতে চাইলে তা আটকে দেয় বিএনপি নেতাকর্মীরা

নারায়ণগঞ্জ শহরে সড়ক বন্ধ করে হাসপাতালের সামনে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। সমাবেশ চলাকালীন সময়ে রোগীবাহী এম্বুলেন্সও ঘুরিয়ে দিতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ শহরের মোট্রোহল মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস। 

এসময় সমাবেশকে কেন্দ্র করে লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এদিকে মঞ্চের অদূরেই অবস্থিত মেডিস্টার হসপিটাল এন্ড রেনেসাঁ ল্যাব। এছাড়াও সমাবেশস্থলের আশেপাশে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। শহরের অন্যতম খানপুর ৩০০ শয্যা হাসপাতালের দিকে যাওয়ার রাস্তাও এপথে। 

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে গতকাল রাত থেকেই সড়কটির একটি পাশ বন্ধ ছিল। দুপুর পর্যন্ত সড়কের অপর পাশে যান চলাচল স্বাভাবিক থাকলেও দুপুরে সমাবেশ শুরুর কিছুক্ষণ পরেই বিএনপি নেতাকর্মীদের ঢল নামে সমাবেশস্থলে।

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে তীব্র যানজটের ফলে রোগী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। 

সমাবেশ চলাকালীন সময়ে রোগীবাহী বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স হাসপাতালের দিকে যেতে চাইলে তা আটকে দেয় বিএনপি নেতাকর্মীরা। বেশ কিছুক্ষণ রোগী নিয়ে জ্যামেই বসেছিল অ্যাম্বুলেন্সগুলো।