শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাসপাতালের সামনে উচ্চশব্দে সড়ক বন্ধ করে বিএনপির সমাবেশ!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

হাসপাতালের সামনে উচ্চশব্দে সড়ক বন্ধ করে বিএনপির সমাবেশ!

মঞ্চের অদূরেই মেডিস্টার হসপিটাল এন্ড রেনেসাঁ ল্যাব

নারায়ণগঞ্জে হাসপাতালের সামনে উচ্চ শব্দে মাইক বাজিয়ে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এ ঘটনায় হাসপাতালে ভর্তি রোগী ও চিকিৎসা নিতে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শহরের মেট্রোহল মোড়ে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় সমাবেশকে কেন্দ্র করে অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এদিকে মঞ্চের অদূরেই অবস্থিত মেডিস্টার হসপিটাল এন্ড রেনেসাঁ ল্যাব। এছাড়াও সমাবেশস্থলের আশেপাশে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। শহরের অন্যতম খানপুর ৩০০ শয্যা হাসপাতালও অদূরেই।

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে গতকাল রাত থেকেই সড়কটির একটি পাশ বন্ধ ছিল। দুপুর পর্যন্ত সড়কের অপর পাশে যানচলাচল স্বাভাবিক থাকলেও দুপুরে সমাবেশ শুরুর কিছুক্ষণ পরেই বিএনপি নেতাকর্মীদের ঢল নামে সমাবেশস্থলে। 

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে তীব্র যানজটের ফলে রোগী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। 

বিএনপির এই সমাবেশের সমালোচনা করে আসিয়া আফরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে বলেন, রাস্তা ব্লক করে জনগনের ভোগান্তি বাড়িয়ে এইগুলো কিরকম  সমাবেশ বিএনপির। আজকে ডাক্তার দেখাতে আসার সময় দেখি আইটি স্কুল থেকে রাস্তা সব বন্ধ করে রেখে দিয়েছে, রাস্তায় ৫০টার মতো বাস আটকিয়ে রেখেছে পরে আমি প্রতিবাদ করায় আমার উপর হামলা করতে এসেছে, আমাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয় এবং আমাকে হুমকি দেওয়া হয় পুলিশে দেওয়ার উনাদের যদি এতই সমাবেশ করতে মনে চায় তাহলে মাঝ রাতে করুক, তখন তো রাস্তা খালি থাকে। অতীতেও একদলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে, বিরোধী দলের ট্যাগ দেওয়া হতো , এখনও এই অবস্থা।