শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপির বর্ধিত সভায় নারায়ণগঞ্জ ৫ আসনের একমাত্র প্রতিনিধি খোরশেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির বর্ধিত সভায় নারায়ণগঞ্জ ৫ আসনের একমাত্র প্রতিনিধি খোরশেদ

ঢাকায় বিএনপির বর্ধিত সভায় খোরশেদ

ঢাকায় বিএনপির বর্ধিত সভায় নারায়ণগঞ্জ সদর থানা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দিতে যাচ্ছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন প্রাপ্তরা অংশগ্রহণ করবেন।

বিএনপির এই বর্ধিত সভায় দলের তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য শুনবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ নিজ এলাকার সমস্যা ও সংগঠনকে শক্তিশালী করতে নিজেদের মতামত তুলে ধরবেন দলটির নেতাকর্মীরা।

এদিকে নারায়ণগঞ্জের অন্যান্য ৪টি আসনের একাধিক মনোনয়ন প্রত্যাশী সেখানে সুযোগ পেলেও নারায়ণগঞ্জ ৫ আসন থেকে একমাত্র যাচ্ছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।