শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জের কমিটিতে শিবিরের নেতাকর্মীদের প্রাধান্যের অভিযোগ, ছাত্র সংগঠনগুলোতে প্রতিক্রিয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

না.গঞ্জের কমিটিতে শিবিরের নেতাকর্মীদের প্রাধান্যের অভিযোগ, ছাত্র সংগঠনগুলোতে প্রতিক্রিয়া

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটিগুলোর শীর্ষ পদে ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের রাখা হয়েছে দাবি করে এ ঘটনায় ছাত্র সংগঠনগুলোতে সমালোচনা শুরু হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সমস্ত ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে রাজপথে থাকলেও কমিটি গঠনের বেলায় ছাত্রশিবিরর নেতাকর্মীদের প্রধান্য দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও তোলারাম কলেজ শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে। এসকল কমিটিতে ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত নেতাকর্মীদের নেতৃত্বে আনা হয়েছে দাবি করেন অনেকে। 

নারায়ণগঞ্জ মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহফুজ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানান একাধিক ছাত্র সংগঠনের নেতারা। এছাড়াও নারায়ণগঞ্জ সদর থানার সংগঠক শরীফ আব্দুল্লাহ রাব্বি, তোলারাম কলেজ শাখা বৈষম্যবিরোধী আন্দোলনের মুখ্যা সংগঠক আনোয়ার হুসাইন ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত বলেও দাবি করেন অনেকে। 

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পদে ছাত্রশিবিরের নেতাকর্মীদের স্থান দেয়ায় অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

নারায়ণগঞ্জের ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলীয় পরিচয়ের ব্যানারের ঊর্ধ্বে উঠে এক কাতারে এসে আন্দোলন করেছিল। ছাত্র সংগঠনগুলোর মধ্যেকার এই ঐক্য বিনষ্ট করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। শুধুমাত্র একটি ছাত্র সংগঠনকে অতিরিক্ত সুযোগ সুবিধা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ। এর ফলে ছাত্র সংগঠনগুলোর মাঝে বিদ্যমান ঐক্য বিনষ্ট হয়ে যেতে পারে বলেও জানান তারা। আর তাই সবাইকেই কমিটিগুলোতে স্থান দেয়ার দাবি তাদের।

বৈষম্যবিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জের এই কমিটি ঘোষণার পর এই কমিটিতে শিবিরের নেতাকর্মীদের প্রাধান্য দেয়া হয়েছে বলে ইঙ্গিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলোর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজীজুল ইসলাম রাজীব। এসময় গুপ্ত রাজনীতি ও সন্ত্রাসের রাজনীতি দুটোই আগামীর বাংলাদেশে বন্ধ করতে হবে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবী জানান রাজীব।