শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দায়বদ্ধদের মুখে এই বক্তব্য মানায় না : রবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

দায়বদ্ধদের মুখে এই বক্তব্য মানায় না : রবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের বক্তব্যের সমালোচনা করেছেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। সরাসরি নাম উল্লেখ না করলেও সাম্প্রতিক একটি উঠান বৈঠকে গিয়াসউদ্দিনের বক্তব্যের দিকে ইঙ্গিত করে রবি বলেন, যারা দলের কাছে দায়বদ্ধ তাদের মুখে এমন বক্তব্য মানায় না।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে একথা বলেন রবি। তিনি কাকে ইঙ্গিত করে এ বক্তব্য দিয়েছেন জানতে চাইলে তিনি গিয়াসউদ্দিনকে বলে জানান। 

এসময় তিনি আরও বলেন, ২০০১ সালে দেশনেত্রী একটি আসনে একজনকে ডেকে এনে নমিনেশন দিয়েছিল। প্রার্থীর টাকা নাই নির্বাচন কেমনে করবে এই কথা শুনার পর মায়ের মত নেত্রী আমাদের সামনে প্রার্থীকে ডেকে পঁচিশ লাখ টাকা ব্যবস্থা করে হাতে ধরিয়ে দিয়েছিল। সেই দল ও তার নেতাদের নিয়ে সমোলচনা শুনে ব্যথিত হলাম, যারা দলের কাছে দায়বদ্ব তাদের মূখে এই বক্তব্য মানায় না।