শনিবার, ০১ মার্চ ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে কারন দর্শানোর নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে কারন দর্শানোর নোটিশ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মো. মোশারফ হোসেনকে কারন দর্শানোর  নোটিশ দিয়েছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে গত রোববার কারন দর্শানোর  নোটিশ  প্র্রদান করা হয়। নোটিশে তিন দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য সময় বেধে দেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, ১নং যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমা ভূঁইয়া দিপু ও যুগ্ম-আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব স্বাক্ষরিত নোটিশ প্রদান করেন। 

এতে বলা হয়েছে, গত ২২ফেব্রæয়ারী শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্র নায়িকা দিতির কন্যা লামিয়ার  ভিডিও বর্ণনা ও সাংবাদিক মোস্তফা ফিরোজের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আপনার সংশ্লিষ্টতায় যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারন দর্শানোর  নির্দেশ প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২২ফেব্রæয়ারী শনিবার সকালে সোনারগাঁ পৌরসভার দিয়াপাড়া এলাকায় চিত্র নায়িকা দিতির বাড়িতে  শতাধিক বিএনপি নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জমি জমার বিচার শালিসের নামে জমিতে জোরপূর্বক পিলার স্থাপন, বসবাসের ঘরে তালা,গাড়ি ভাংচুর ও লামিয়ার উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে। ইতোমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্র পত্রিকায় ব্যাপকভাবে প্রচার হয়। 

সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বলেন, নোটিশের জবাব দেওয়া হয়েছে। ঘটনা সম্পর্কে জেলা বিএনপিকে বিস্তারিত অবগত করা হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ বলেন, কারণ দর্শানোর নোটিশের জবাব পেয়েছি। তদন্ত করে প্রতিবেদনের কপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। তিনি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন।