শনিবার, ০১ মার্চ ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে : মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে : মাসুম বিল্লাহ

মুফতি মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, কিছু স্বার্থলোভী অসাধু ব্যবসায়ীরা দেশকে অশান্ত অস্থিতিশীল করার জন্য রমজানকে সুযোগ মনে করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। 

শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারের সিন্ডিকেট রোধ, অশ্লীলতা-বেহায়াপনা, চুরি-ছিনতাই ও চাঁদাবাজী বন্ধের দাবিতে সমাবেশ ও স্বাগত মিছিলে তিনি একথা বলেন। 

অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে তিনি জানান, বরাবরের মতই মাহে রমজান এলে দ্রব্য মূল্যের দাম হুঁ হুঁ করে বেড়ে যায়। সিন্ডিকেট, অবৈধ মজুতদারি করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে।

আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা উল্লেখ করে মাসুম বিল্লাহ বলেন, চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধ করতে জননিরাপত্তায় সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমানে যত্রতত্র যেভাবে ছিনতাই ও হতাহতের ঘটনা ঘটছে এতে মনে হচ্ছে যেন দেশের আইন শৃঙ্খলা ভেঙ্গে গিয়েছে। সুতরাং আমরা এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। 

দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ সহ সকল প্রকার অশ্লীলতা বন্ধ রাখতে অনুরোধ করেন তিনি। 

এসময় আরো উপস্থিত ছিলেন, সুলতান মাহমুদ, মুফতি হাবিবুল্লাহ হাবিব, হাফেজ মোহাম্মদ সায়েম, সোহেল প্রধান, আব্দুল হক, ইসমাঈল হোসেন, শাহিন আদনান, ইমাতিয়াজ আহমেদ, গাজী মো: তারেক হাসান, এইচ এম মিরাজুল ইসলাম, আবুল হোসেন, কবির হোসেন, আনোয়ার হোসেন, আমির হোসেন প্রমুখ। 

সমাবেশ শেষে একটি মিছিল শুরু হয়ে চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।