শনিবার, ০১ মার্চ ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নৌকা প্রতীকে নির্বাচনের পর বহিষ্কারাদেশ প্রত্যাহারে আবেদন সেন্টুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৪৩, ১ মার্চ ২০২৫

নৌকা প্রতীকে নির্বাচনের পর বহিষ্কারাদেশ প্রত্যাহারে আবেদন সেন্টুর

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বহিস্কৃত নেতা ও কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বিএনপিতে ফিরতে নিজের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলের কাছে আবেদন জানিয়েছেন সেন্টু।

গত ৫ জানুয়ারি সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠিটি গ্রহন করে বিএনপি। 

এসময় চিঠিতে নিজেকে বিএনপির একনিষ্ঠ কর্মী ও দলের প্রতিপক্ষদের ষড়যন্ত্রের শিকার দাবী করেন সেন্টু। দলের বিরুদ্ধে কোন কাজ তিনি করেননি দাবী করে নিজের বহিষ্কারাদের প্রত্যাহের জন্য দলের কাছে অনুরোধ করেন তিনি।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে প্রকাশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানের অভিযোগ উঠেছিল সেন্টুর বিরুদ্ধে। সর্বশেষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন সেন্টু।