মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খানপুর হাসপাতালে এক সমন্বয়ক পরিচয়দানকারী সহ দুই দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৪, ৯ মার্চ ২০২৫

আপডেট: ১৫:২৬, ৯ মার্চ ২০২৫

খানপুর হাসপাতালে এক সমন্বয়ক পরিচয়দানকারী সহ দুই দালাল আটক

দুই দালাল আটক

নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে অভিযান চালিয়ে এক সমন্বয়ক পরিচয় দানকারীসহ দুই দালালকে আটক করেছে যৌথবাহিনী। 

রোববার (৯ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- ইকবাল আর সমন্বয়ক পরিচয়দানকারী জিদান। 

এদিকে আটকের পর পুলিশের গাড়িতে উঠে সমন্বয়ক পরিচয়দানকারী জিদান চিৎকার করে বলেন, আমি সমন্বয়ক, আমি আন্দোলন করেছি। আমাকে ধরে নিয়ে যাচ্ছে।

হাসপাতালের স্টাফসহ স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে এই জিদান গত ৬/৭ মাস ধরে হাসপাতালে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছিলেন। এর মাঝে কেউ প্রতিবাদ করতে গেলে তাকে বদলি করার হুমকি দেয়া হতো। 

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, জিদান নামে একজন নিজেকে ছাত্রদের প্রতিনিধি দাবি করে এখানে থাকতো আর আরেকজনকেও ধরেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শোনা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, সেনাবাহিনীর অভিযানে খানপুর হাসপাতাল এলাকা থেকে দুই দালালকে আটক করা হয়েছে। এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি।