
ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল থেকে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটকের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সংগঠক মোঃ জিদান হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নিরব রায়হান ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম।
এসময় বিজ্ঞপ্তিতে সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জিদানকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানানো হয়। বহিস্কৃত ব্যাক্তির অপকর্মের দায় সংগঠন নেবে না বলেও জানান নেতারা।
এর আগে রোববার দুপুরে খানপুর হাসপাতাল থেকে জিদানসহ দুই জনকে আটক করে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিদান সমন্বয়ক পরিচয় দিয়ে খানপুর হাসপাতালের স্টাফদের হুমকি ধমকি দিয়ে বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে আসছিল।