মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সমন্বয়কের পরিচয়ে ট্রাফিক পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩২, ১০ মার্চ ২০২৫

সমন্বয়কের পরিচয়ে ট্রাফিক পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১

গৌরব দেবনাথ হিমেল

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ডাক বাংলা এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ শাহীন হোসেনের উপর সমন্বয়ক পরিচয়ে হামলার ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় ট্রাফিক পুলিশ সদস্য শাহিন বাদী হয়ে সমন্বয়ক পরিচয়দানকারী গৌরব দেবনাথ হিমেলসহ অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন।

রোববার (৯ মার্চ) দুপুরে শহরের কলেজ রোড মোড়ে ডাক বাংলোর সামনে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অভিযুক্ত গৌরব দেবনাথ হিমেলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হিমেল ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার দুপুরে গৌরব দেবনাথ হিমেল মোটরসাইকেল নিয়ে উক্ত এলাকা দিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল নিজে থেকে থেমে যায়। এসময় তিনি ট্রাফিক ডিউটিতে থাকা কনস্টেবল শাহীনকে উদ্দেশ্য করে বলেন তুই এভাবে ডিউটি করছিস কেন? উত্তরে কনস্টেবল শাহীন বলেন, আপনি কি বলছেন আমি বুঝিনি। এসময় কথাবার্তার এক পর্যায়ে ট্রাফিক কনস্টেবল শাহীনের উপর হামলা চালিয়ে তাকে আহত করে। এসময় নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন তিনি। ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসার পূর্বেই ঘটনাস্থল ত্যাগ করেন হিমেল। পরবর্তীতে পুলিশ সদস্যরা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, গৌরব দেবনাথ হিমেলের বিরুদ্ধে পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।