
মানববন্ধন
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ডের’ দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। ১০ মার্চ বেলা ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করে।
এ সময় ছাত্রদলের সাবেক নেতারা বলেন, দেশব্যাপী ধর্ষণের সিরিজ চলছে। ধর্ষণের বিচার দেখছি না। স্বাধীন বাংলাদেশে কোন নারী, কোন মা, কোন বোন যেন আর ধর্ষণের শিকার না হয় সেজন্য দৃশ্যমান বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে।
সাবেক সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল, মোঃ রনি বলেন, নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়ন উদ্বেগজনক হারে বাড়ছে। অনলাইনে হেনস্তা, ধর্ষণসহ নানা অপরাধের বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আমরা এর দ্রুত প্রতিকার চাই
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আশ্রাফুল ইসলাম নিরব বলেন, দেশব্যাপী নারীদের উপর নিপীড়ন, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আমরা আজ এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। আছিয়ার মত বোনেরা কেন ধর্ষণের শিকার হবে? তাদের বিচার হতে এত বিলম্ব হবে কেন? আমরা দাবি জানাই আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। এছাড়া বিচার কার্যক্রম আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। যদি তাদের বিচার করতে ব্যর্থ হন তাহলে আপনারা পদত্যাগ করুন।
তিনি আরও বলেন, সরকারের প্রতি আহ্বান বলি দেশব্যাপী ধর্ষণ, নারীদের বিরুদ্ধে সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতা এভাবে দেশ চলতে পারে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সাবেক দপ্তর সম্পাদক ও বন্দর থানা আলিমুল ইসলাম সিফাত বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান নিশ্চিত করতে হবে। পর্নোগ্রাফি বন্ধে যথাযর্থ ব্যবস্থা গ্রহণ করে ধর্ষণের অপ্রতিরোধ্য হার বন্ধ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মো: লিওন, সহ-সাধারন সম্পাদক মো: আশ্রাফুল ইসলাম নিরব, যুগ্ম সম্পাদক মোঃ ফেরদৌস মহানগর ছাত্রদল, মোঃ নোমন, মোঃ নোমান, সহ দপ্তর সম্পাদক ফাহিম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রনি, সাবেক সহ দপ্তর সম্পাদক ফাহিম, বন্দর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি সাইফুল ইসলাম মাসুদ, সাবেক দপ্তর সম্পাদক আলিমুল ইসলাম সিফাত, সাবেক সহ দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান আনন্দ, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইয়াসিন মোল্লা, মো: রোহিত, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিলয়, মো: মিহাল, সিদ্দিরগঞ্জ থানা ছাত্রদল নেতা মো: রিয়াদ ও মো: রিফাত প্রমুখ।