
অপূর্বর বাড়িতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা
নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অপূর্বর (২৫) পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
সোমবার (১০ মার্চ) নিহত অপূর্বের বাড়িতে যান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
এসময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের নেতৃত্বে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশিক রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদল সদস্য সচিব শাহেদ আহমেদ এবং মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব অপূর্বর পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। এসময় সুষ্ঠু বিচার নিশ্চিতে ছাত্রদলের পক্ষ থেকে সর্বাত্মক ভাবে প্রচেষ্টা চালানো হবে বলে জানান তারা।
এর আগে গতকাল রাতে ছাত্রদল আয়োজিত ধর্ষণবিরোধী মিছিল শেষ করে বাসায় ফেরার পথে ঘাতকের ছুরিকাঘাতে নিহত হন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কর্মী অপূর্ব।