বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৮, ১১ মার্চ ২০২৫

আড়াইহাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রতীকী ছবি

আড়াইহাজারে মাদক ব্যবসা, জুয়া খেলা ও আধিপত্য  নিয়ে   বিএনপির ২ পক্ষের সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে  ইয়াছিন. কাসেম ও মোহনকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপ্তারা  ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক জুম্মন এর অনুরাসীরা  দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিল। এই নিয়ে আগেও কয়েকবার  সংঘর্ষ হয়েছিল। এই ঘটনার প্রতিবাদ করে সরকারী সফর আলী কলেজের ছাত্রদল নেতা  খাইরুল  আলম । এই নিয়ে ঘটনার সময় প্রথমে  তর্কবিতর্ক। এক পর্যায়ে উভয় পক্ষ দা, ছুরি টেটা বল্লম নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েন। এতে গোটা এলাকায় রণক্ষেত্র পরিনত হয়। ঘটনায় ১০ জন গুরুতর আহত হয়। দুপক্ষই বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী বলে জানা যায়। 

যুবদল নেতা জুম্মন অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষ আমার এলাকায় এসে মাদক সেবন করে। আমি বাধাঁ দিলে আমাদের উপর হামলা করে। 

ছাত্রদল নেতা খাইরুল জানান, খাইরুল স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ  নিয়ে দীর্ঘ দিন ধরে মাদক ও জুয়ার আসার বসায়। আমরা বাধা দিলে আমাদের উপর হামলা চালায়। পরে সকল এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, এলাকায় রাজনৈতিক আধিপত্য ও মাদক ব্যবসার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।