বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ব্যানার ফেস্টুন অপসারণে মহানগর যুবদলের ৪৮ ঘন্টার আল্টিমেটাম 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪০, ১১ মার্চ ২০২৫

না.গঞ্জে ব্যানার ফেস্টুন অপসারণে মহানগর যুবদলের ৪৮ ঘন্টার আল্টিমেটাম 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরে মহানগর যুবদলের নামে টানানো সমস্ত ব্যানার ফেস্টুন আগামী ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দিয়েছে মহানগর যুবদল।

মঙ্গলবার (১১ মার্চ) এক যৌথ বিবৃতিতে এই নির্দেশনা দেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ। 

এসময় নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তারা। 

এছাড়াও ভবিষ্যতে ব্যানার বা ফেস্টুন লাগাতে হলে মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তা করতে নির্দেশ দেয়া হয় বিবৃতিতে। 

যুবদলের নামে কোন নেতাকর্মী অপকর্মে জড়িয়ে পড়লে তার দায় যুবদল নেবে না। অপকর্মে জড়িত হলে কঠোর সাংগঠনিক ব্যাবস্থার পাশাপাশি আইনগত ব্যাবস্থায় নেয়া হবে বলে জানান সজল ও শাহেদ।