
দিপু ভূঁইয়া
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমরা নতুন নারায়ণগঞ্জ গড়ার স্বপ্ন দেখি। আমরা সন্ত্রাস ও যানজট মুক্ত নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি। আমি আশা করি আমরা চেম্বার নেতৃবৃন্দরা একসাথে মিলে এ স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো।
বুধবার (১২ মার্চ) ইফতারের পূর্বে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিলে অংশ নিয়ে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আজ মাত্র ২১ দিন আমরা চেম্বারের দায়িত্ব নিয়েছি। এ অল্প সময়ে আমরা যে সফলতা পেয়েছি এর পেছনে আমাদের প্রতিটি সদস্যের অবদান রয়েছে। আগামী বছর আরও বড় পরিসরে আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করবো।
তিনি আরো বলেন, আমাদের ব্যাবসায়ীদের টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আজ ব্যাংকে ১২ থেকে ১৫ শতাংশ সুদ। ব্যাংক ঋণেও সমস্যা। গ্যাসের সাপ্লাইও কম। আমি সরকারের কাছে অনুরোধ করবো আমাদের ব্যাবসা করার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সহায়তা করুন।