
কাজী মনিরুজ্জামান মনির
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, মানুষকে ভয় দেখিয়ে মন জয় করতে পারবেন না। আমরা তারেক জিয়ার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়বো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিএনপি আন্তরিক, আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ।
বুধবার (১২ মার্চ) রূপগঞ্জের ভূলতা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা কী চাই সব কিছুর খবর আল্লাহর কাছে আছে। আমি কী হতে চাই তা বড় কথা নয়। এখানে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষ আছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদের যেন কবুল করেন।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম সে বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটি পরিচ্ছন্ন ও বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা পাবো আশা করি।