শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩১, ১৩ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামি বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের একাধিক হত্যা ও নাশকতা মামলার আসামি। তিনি নারায়ণগঞ্জের ওসমান পরিবারের অতি ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।