শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হ্যালো আমি রাজীব বলছি, ভুয়া ব্যক্তির রাজীব সেজে ফোন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৩, ১৪ মার্চ ২০২৫

আপডেট: ১৭:২৫, ১৪ মার্চ ২০২৫

হ্যালো আমি রাজীব বলছি, ভুয়া ব্যক্তির রাজীব সেজে ফোন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নাম ব্যাবহার করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

তার সুনাম নষ্ট করতে একটি চক্র এ কাজ করছে বলে অভিযোগ করে নেতাকর্মীরা বলেছেন, রাজীব ভাই কখনো যেহেতু এ ধরনের কাজের সাথে যুক্ত নয় তাই এমন ফোন পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আপনারা।

শুক্রবার (১৪ মার্চ) এ ঘটনার তথ্য উল্লেখ করে বিএনপির নেতাকর্মীরা রাজীবের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ।এসময় রাজীবের পরিচয় ব্যাবহার করে ঈদ উপলক্ষে টাকা দাবী করা হয়। পরবর্তীতে ফোন করা ব্যাক্তি ছাত্রলীগ নেতা বলে জানা যায়। 

জানা গেছে, অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন করে নিজেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলে পরিচয় দেয় অজ্ঞাত এক ব্যাক্তি। এসময় ঈদ উপলক্ষে টাকা দাবী করেন তিনি। ঘটনা জানাজানি হলে নাম্বারটি ট্রু কলার এ্যাপে সার্চ দিলে "জনি ছাত্রলীগ কেনেলপার" নাম আসে।

এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আকাশ জানান, ওই ব্যাক্তি রাজিব ভাই এর কোন পরিচিত ব্যাক্তি না। ট্রু কলার এ্যাপে সার্চ দিলে "জনি ছাত্রলীগ কেনেলপার" নাম এসেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কোথাও কোন ব্যাক্তি রাজিব ভাই এর নাম ব্যাবহার করলে তাকে সরাসরি আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি।