শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তাদের মেহমান ও অতিথি সম্বোধন করে প্রশংসিত দিপু 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৩, ১৪ মার্চ ২০২৫

তাদের মেহমান ও অতিথি সম্বোধন করে প্রশংসিত দিপু 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে উপহার নিতে আসা দরিদ্র ও অসহায় মানুষের অনুষ্ঠানের প্রধান অতিথি ও মেহমান হিসেবে সম্বোধন করার ঘটনায় স্থানীয়দের প্রশংসায় ভাসছেন দিপু ভূঁইয়া। এর ফলে বিএনপিকে ঘিরে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে এসকল অসহায় ও দুস্থ মানুষদের মাঝে।

সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলুর স্মরণে মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে যাকাত দান ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন দিপু ভূঁইয়া।

এসময় দিপু বলেন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা। আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত ব্যাক্তি ও অতিথি আপনারা। কারণ আপনারা না আসলে এই অনুষ্ঠান হত না। তাই আপনারা ধরবেন আপনারা সম্মানিত লোক, আপনারা এখানে এসে মিলু চাচাসহ সকলকে ভালবাসা দিয়ে যাচ্ছেন।

দিপুর এ বক্তব্য উপহার ও যাকাত দান নিতে আসা ব্যাক্তিদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। দিপুর এমন মন্তব্যের ব্যাপক প্রশংসা করেছেন তারা।

সাহায্য নিতে আসা বেশ কয়েকজন জানান, এর আগে বিভিন্ন স্থানে সাহায্য নিতে আসলে আমাদের দাঁড় করিয়ে রাখত। ধাক্কাধাক্কি করে ত্রাণ নিতে হত। অনেক সময় আমাদের সাথে দুর্ব্যাবহারও করত মানুষ। কিন্তু আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে সম্মান দিয়েছে দিপু ভূঁইয়া। আমরা তার জন্য দোয়া করি। তিনি একজন বড় মনের মানুষ।

এ বিষয়ে সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, দিপু ভাইয়ের মন্তব্যে স্থানীয়রা অনেক খুশি হয়েছে। তিনি যাকাত দান অনুষ্ঠানে সাহায্য নিতে আসা ব্যাক্তিদের মেহমান বলে, সম্মানিত ব্যাক্তি বলে সম্বোধন করেছেন। এটা দিপু ভূঁইয়ার মহানুভবতা। সোনারগাঁয়ের মানুষ এটাকে পছন্দ করেছে।