
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ সেলিম মিয়া (৫০) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আসামি মোঃ সেলিম মিয়া (৫০) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মৃত আজগর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ভিকটিম সেলিম মিয়ার চায়ের দোকানে চকলেট ক্রয় করতে গেলে সেলিম ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিম চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত মোঃ সেলিম মিয়াকে আটক করে।
পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজন কর্তৃক আটককৃত অভিযুক্ত সেলিম মিয়াকে পুলিশ হেফাজতে নেয় এবং ভিকটিমকে উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।