শনিবার, ১৫ মার্চ ২০২৫

|

ফাল্গুন ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হেফাজত ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৩, ১৫ মার্চ ২০২৫

হেফাজত ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইফতার মাহফিল

উলামায়ে কেরাম শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও পেশাজীবীদের সম্মানে হেফাজত ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার উদ্যােগে ১৪ মার্চ শুক্রবার বিকালে চিটাগাং রোড গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলাম কেন্দ্রেীয় সহকারী মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার তিনি বলেন আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি হায়নারা এখনো চক্রান্তে লিপ্ত আছে। তাই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের বিকল্প নেই। এসময় তিনি আরো বলেন চব্বিশের আন্দোলনের মাধ্যমে দেশ মাত্র একটি ধাপ পেরেয়েছি,  কাঙ্খিত সফলতা কিন্তু  এখনো আসেনি। আমাদের উপর যে অন্যায় ভাবে হত্যাযঙ্গ চালিয়েছে ধৈর্য সবরের মাধ্যমে আমরা তার সঠিক বিচার চাই। 

বিশেষ অতিথি ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রেীয় সাংগঠনিক সম্পাদক শাইখুল হাদীস মুফতী বশীরুল্লাহ, হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রেীয় সহ- সাংগঠনিক সম্পাদক মুফতী আজাহারুল ইসলাম,  হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সেক্রেটারি মুফতী শরীফুল্লাহ, ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী এড. আশিকুল ইসলাম প্রমূখ। 

এসময় হেফাজত ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি কাসেম আল হোসাইনীর সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জ থানা সেক্রেটারি মাওলানা নূর হোসাইন নূরানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিয়াজুল ইসলাম,  ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর সভাপতি ইসমাইল হোসাইন, খেলাফত মজলিশ সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মুহাম্মদ খান, বাংলাদেশ খেলাফত মজলিশ সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাওলানা  ইব্রাহিম আদনান, তানজিমুল উম্মার পরিচালক মোহাম্মদ কবির হোসাইন,ডা: মুহাম্মদ কামাল পাশা স্থানীয় হেফাজত নেতৃবৃন্দ।