শনিবার, ১৫ মার্চ ২০২৫

|

ফাল্গুন ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জকে সুন্দর আদর্শ নগরীতে রূপান্তরিত করবো : আবদুুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৬, ১৫ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জকে সুন্দর আদর্শ নগরীতে রূপান্তরিত করবো : আবদুুল জব্বার

ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার অন্তর্গত ফতুল্লা পশ্চিম থানার বক্তাবলী ইউনিয়ন কর্তৃক আয়োজিত ১৪ মার্চ বিকালে বক্তাবলী এলাকায় ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না,আঃ করিম খান, মোখেছুর রহমান, থানা আমির মাও নুরুল হক। 

ইউনিয়ন সভাপতি মাও আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা আব্দুল জব্বার বলেন বক্তাবলী অঞ্চলের  মানুষ শহর থেকে বঞ্চিত, ইনশাআল্লাহ আমরা যদি কখনো সুযোগ পাই শহরের সাথে ভক্তাবলীকে সংযোগ ঘটাতে যা যা করার তা করবো। এই নারায়ণগঞ্জকে সুন্দর আদর্শ নগরে রূপান্তরিত করার জন্য সকলের প্রতি আহবান জানিয় তিনি বলেন  কুরআনকে ধারণ করার মধ্য দিয়ে আগামী দিনে সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করব  এ সময় তিনি মাহে রমজানের শিক্ষা অর্জনের প্রতি সকলের দৃষ্টি  আকর্ষণ করেন।

অনুষ্ঠানে বক্তাবলী স্থানীয় মিলনায়তনে শত শত নেতা কর্মীকে নিয়ে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।