
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দল নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যাগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ ৩য় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজা সামনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি বক্তব্যে মহানগর বিএনপি আহবায়ক এড: শাখাওয়াত হোসেন খান বলেন, ফেসিস্ট সরকার গত ১৬ বছরে এদেশকে তলা বিহীন ঝুড়িতে পরিনত করেছে। ওই জালিম সরকার এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।
তিনি আরো বলেন, এদেশের মানুষ শান্তি চায়। বন্দরে মানুষ একটি পরিবারের কাছে জিম্মি ছিল। গত ৫ আগস্ট বন্দরে কুশিয়ারা এলাকার স্বজন, ফরাজিকান্দা এলাকার রাইসুল হকে ছেলে পারভেজসহ র্নিবিচারে ৩৫ জনকে হত্যা করে। দেশের শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকান্ড রক্ষার্থে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দল নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি জহিরুল ইসলাম জয় এর সভাপতিত্বে ও বন্দর থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আহাম্মদ আলী সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এড: আবু আল ইউসুফ খান টিপু।
ইফতার সামগ্রী বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপি সভাপতি হাজী শাহেন শাহ আহাম্মেদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জি এম সাদরিল।
ইফতার সামগ্রী বিতরণ কালে ওই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের সদস্য সচিব রবিন বন্দর উপজেলা যুবদলের সাবেক নেতা শহিদুল ইসলাম রিপন ও যুবদল নেতা দিমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।