
মতবিনিময় সভা
বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আপনারা দেখছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য রাখছেন। সারা দেশে এখন যে অবস্থা তা থেকে কীভাবে উত্তরন করা যায় সে ব্যাপারে তিনি দিনরাত কাজ করছেন, নির্দেশনা দিচ্ছেন।
শনিবার (১৫ মার্চ) নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা কতটুকু কাজ করছি। আমরা কী সে নির্দেশনা পুরোপুরি ভাবে পালন করতে পারছি। এটা কেন পারছেন না। আমাদের সেদিকে আরও মনোযোগী হতে হবে।
এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।