শনিবার, ১৫ মার্চ ২০২৫

|

ফাল্গুন ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ক্ষমতায় গেলে লাঙ্গলবন্দকে ঘিরে পর্যটন এলাকা করতে নজর দেব : সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩০, ১৫ মার্চ ২০২৫

ক্ষমতায় গেলে লাঙ্গলবন্দকে ঘিরে পর্যটন এলাকা করতে নজর দেব : সাখাওয়াত

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দকে কেন্দ্র করে একটা পর্যটন এরিয়া হতেই পারে। সরকারের এদিকে নজর দেয়া উচিত। আমি আপনাদের ওয়াদা করছি, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে এই লাঙ্গলবন্দকে ঘিরে যেন একটি পর্যটন এরিয়া গড়ে তোলা হয় সেদিকে আমরা নজর দেব। 

শনিবার (১৫ মার্চ) লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, আমরা আশা করি শ্রীমতি অর্পণা রায় দাসের নেতৃত্বে এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করে আমরা এই স্নানোৎসব সুন্দর ভাবে করতে পারবো।

তিনি বলেন, এটি একটি ধর্মীয় উৎসব। এখানে দলীয় কিছু নেই। আমরা সবাই দল মতের ঊর্ধ্বে উঠে এই উৎসবটি পালন করবো। আমরা চাই হিন্দু সম্প্রদায়ের সকলে এ উৎসবে শরীক হবে এবং সুন্দর ভাবে উৎসবটি পালন করবে।