রোববার, ১৬ মার্চ ২০২৫

|

চৈত্র ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নির্বাচনমুখী প্রস্তুতি নারায়ণগঞ্জ বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৪, ১৬ মার্চ ২০২৫

নির্বাচনমুখী প্রস্তুতি নারায়ণগঞ্জ বিএনপির

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে শুরু করছেন বিএনপি নেতাকর্মীরা। মনোনয়ন প্রত্যাশীরাও ইতিমধ্যে নিজ নিজ এলাকায় দল গোছাতে শুরু করেছেন।

সব ঠিক থাকলে ডিসেম্বরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। সে হিসেবে অক্টোবর থেকেই নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ইতিমধ্যে দল গোছাতে শুরু করেছে বিএনপি। এর বাইরে মনোনয়ন প্রত্যাশীরাও নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করছেন। ইফতার, দোয়া মাহফিলের মত ঘরোয়া কর্মসূচি নিয়ে বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

রমজানের শেষে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত করতে মাঠে নামবে নারায়ণগঞ্জ বিএনপির নেতারা। এছাড়াও সরকারকে চাপে রাখতে রমজানের পর বিভিন্ন কর্মসূচি হাতে নিতে পারে বিএনপি। এসকল কর্মসূচিকে ঘিরেও রাজপথে বিএনপি নেতাকর্মীরা সরব থাকবেন।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে নির্বাচনের পূর্বেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। মূল দলের বাইরেও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদলসহ অন্যান্য অঙ্গ সংগঠন গুছিয়ে তুলতে কাজ করছে নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতারা।

এদিকে দীর্ঘদিন যাবৎ কমিটি ছাড়াই চলছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কার্যক্রম। রমজানের পরপরই নির্বাচনকে ঘিরে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হতে পারে।

এ ব্যাপারে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা তো বার বার বলে আসছি নির্বাচনের কথা। আমরা নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য ১৭ বছর ধরে আন্দোলন করছি। নির্বাচনের প্রস্তুতি আমাদের আছে, নিচ্ছি।