
ফাইল ছবি
আওয়ামী সরকার দেশের মধ্যে খুন, গুম, টেন্ডারবাজি চাঁদাবাজি ও বিদেশে অর্থ পাচার সহ বিভিন্ন অপকর্ম করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু আরেকটি দল পাঁচ আগস্ট এর পর ক্ষমতায় না আসতেই তারা টেন্ডারবাজি চাঁদাবাজি দখলদারিত্ব সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে তাদের দ্বারাও দেশের শান্তির আশা করা যায় না। তাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে হক্কানী আলেমদের ছায়াতলে আসতে হবে।এ ছাড়া দেশের শান্তি আশা করা সম্ভব না। শান্তি পেতে হলে ইসলামী ছায়াতলে আসতে হবে ১৫ই' মার্চ ১৪ ই রমজান রোজ শনিবার ইফতার পূর্ব মুহূর্তে রাজধানীর পুরানা পল্টনস্থ হোটেল বাসমতী রেস্তোরায় কেন্দ্রীয় ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন ও ইফতার মাহফিলে এসব কথা বলেন বক্তারা।
ইসলামী হকার্স শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহা. ইমাম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সেক্রেটারি গোলাম সারওয়ারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাওঃ এবিএম জাকারিয়া কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুহা, হারুন অর রশিদ- কেন্দ্রীয় সহ সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন, এসিস্ট্যান্ট সেক্রেটারী শাহ মোঃ জামাল উদ্দিন, মুহা, আবুল হোসেন সভাপতি হকার্স সংগ্রাম পরিষদ, আজাহারুল ইসলাম সহ সভাপতি হকার্স শ্রমিক আন্দোলন, মুহা আব্দুল মান্নান সহ-সভাপতি,মুহা.ইসাক মিয়া সাংগঠনিক ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন, জহিরুল ইসলাম অর্থ সম্পাদক,আকতার হোসেন প্রমুখ।