
বেতন ভাতার দাবীতে বিক্ষোভ
নারায়ণগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবীতে বিক্ষোভ করেছে ক্রোণী এপ্যারেলসের শ্রমিকরেরা। এসময় ঘটনাস্থলে উপস্থিত হলে বিকেএমইএ'র সভাপতি হাতেমের গাড়ি আটকে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা।
সোমবার (১৭ মার্চ) নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সকাল থেকে বকেয়া বেতনের দাবীতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন ক্রোণী এপ্যারেলসের শ্রমিকরা। এসময় ঘটনাস্থলে বিকেএমইএ'র সভাপতি হাতেম উপস্থিত হলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তার গাড়ি আটকে বিক্ষোভ করতে থাকেন।
এসময় শ্রমিকেরা একদিনের মধ্যে সময়স্ত বকেয়া পরিশোধের দাবী জানান হাতেমের কাছে।
এসময় আন্দোলনকারীদের উদ্দ্যেশ্যে হাতেম বলেন, আমি তোমাদের দাবী সম্পর্কে শুনেছি। তোমরা অবশ্যই ঈদের আগে টাকা পাবে।