
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে সহস্রাধিক প্রার্থী। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে নিজ নিজ এলাকায় প্রস্তুতি নিচ্ছেন এসকল প্রার্থীরা।
জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে হওয়ায় নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই সংসদ সদস্য প্রার্থীরা বেশ জোরেশোরে প্রস্তুতি নিচ্ছেন। বিগত তিনটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় আগামী নির্বাচনকে ঘিরে প্রার্থীদের পাশাপাশি দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
নারায়ণগঞ্জে পাঁচটি সংসদীয় আসনের প্রায় প্রতিটিতেই রয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থী। এসকল প্রার্থীরা নিজ নিজ এলাকায় চষে বেড়াচ্ছেন নির্বাচনকে কেন্দ্র করে। উঠান বৈঠক, দোয়া মাহফিলের মত কর্মসূচির মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করছেন তারা।
মাঠ চষে বেড়াচ্ছেন স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরাও। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থনে নির্বাচনে লড়তে চান একাধিক প্রার্থী। নিজ নিজ এলাকায় সরব দেখা যাচ্ছে বিএনপির কাউন্সিলর প্রার্থীদেরও।
এছাড়াও সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজারের পৌরসভাগুলোতেও পৌর মেয়র প্রার্থীরা নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করতে কাজ করছেন এসকল প্রার্থীরা।
এর বাইরে নারায়ণগঞ্জের ইউনিয়ন পরিষদ, জেলা ও উপজেলা পরিষদের প্রার্থীদেরও সরব দেখা গেছে। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন এসকল প্রার্থীরা।
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমাদের ইউনিয়ন পর্যায়ে মেম্বারসহ জেলাজুড়ে হাজার হাজার শুধু প্রার্থীই আছে। আমরা তো নেতৃত্বের প্রতিযোগিতায় বিশ্বাসী। তবে যেই ভোটাধিকারের জন্য ১৭ বছর আমরা সংগ্রাম করলাম, আমার নেতৃত্বে নারায়ণগঞ্জে মিছিলে যুবদল নেতা শাওন প্রাণ দিলো সেই ভোটের কোন রোডম্যান না পাওয়ায় আমরা দ্রুত সেই রোডম্যাপের দাবি জানাই।