শনিবার, ২৯ মার্চ ২০২৫

|

চৈত্র ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে যুবদল নেতা শামীম মিয়া বহিষ্কার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২০, ২০ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে যুবদল নেতা শামীম মিয়া বহিষ্কার 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সমস্ত পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (২০ মার্চ) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। 

এসময় পেশীশক্তি প্রদর্শনের মাধ্যমে সংঘাত সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শামীম মিয়াকে বহিষ্কার করার যৌথ সিদ্ধান্ত নেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

এসময় বহিষ্কৃত নেতৃবৃন্দের কর্মকাণ্ডের দায় দল নেবে না জানিয়ে অবিলম্বে শামীমের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের দাবী জানান নেতারা।