শনিবার, ২৯ মার্চ ২০২৫

|

চৈত্র ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দলের সুনাম ক্ষুন্ন করলে কেউ বিএনপি করতে পারবে না : রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৯, ২৪ মার্চ ২০২৫

দলের সুনাম ক্ষুন্ন করলে কেউ বিএনপি করতে পারবে না : রাজীব

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, দল হিসেবে আমাদের স্পষ্ট অবস্থান। দলের সুনাম ক্ষুন্ন হয় এমন কাজের সাথে কেউ সম্পৃক্ত থাকলে আর যাই করুক সে বিএনপি করতে পারবে না। আমাদের সরাসরি জানাবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে। দীর্ঘ সতেরো বছর দেশে বিচার ছিল না। আপনারা বিশ্বাস রাখুন। 

সোমবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। মানুষের পাশে থাকাকেই আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবচেয়ে বড় বিষয় বলে আমরা মনে করি। আমরা নিজেরা না খেয়ে হলেও মানুষের পাশে দাঁড়াবো। এটাই জাতীয়তাবাদী দলের আদর্শ। 

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাবে বলেছেন মানুষকে ভালবেসে মানুষের ভালবাসা অর্জন করতে হবে৷ ভয় দেখিয়ে সালাম নিবেন সেই রাজনীতি বাংলাদেশ থেকে উঠে গেছে। তারেক রহমান সে রাজনীতি করতে দিবে না। বিএনপির কেউ এটা করতে পারবে না এটা নিশ্চিত করে বলতে পারি।

তিনি আরো বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় এলে ঘরে ঘরে গিয়ে আমরা টাকা দেব তারা আশা করে না। তারা নাগরিক অধিকারটা প্রত্যাশা করে, সে ন্যায় বিচার পাবে এটা প্রত্যাশা করে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করবে।