শনিবার, ২৯ মার্চ ২০২৫

|

চৈত্র ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শামীম ওসমানের কর্মীকে চেয়ারম্যান নিয়োগ, বিএনপির নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫১, ২৪ মার্চ ২০২৫

শামীম ওসমানের কর্মীকে চেয়ারম্যান নিয়োগ, বিএনপির নিন্দা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় শামীম ওসমানের কর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামিকে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় ফুঁসে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। তীব্র নিন্দা ও প্রত্যাহারের দাবি জানিয়েছেন থানা বিএনপির নেতারা।

রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়- বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসারের নিয়োগ আদেশ বাতিল করে ১নং ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ আহমেদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র এর সত্যতা নিশ্চিত করেছেন।

এ আদেশ সোমবার দুপুরে ফতুল্লায় ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় উঠে।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, আব্দুর রশিদ বিএনপির কোনো পদে নেই। যতটুকু জানি আব্দুর রশিদ সন্ত্রাসীদের গডফাদার আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের সরাসরি আশীর্বাদে ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর সন্ত্রাসী বাহিনীর জালভোটে বক্তবলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হয়েছেন। 

আব্দুর রশিদ আহমেদ বলেন, আমার বিরুদ্ধে একাধিক মামলা আছে। এটা জেলা প্রশাসক সবই জানেন। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্য হওয়ায় আমাকে চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। 

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে একাধিকবার ফোন করেও মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।