
উপহার সামগ্রী বিতরণ দিপু ভূঁইয়ার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি।
মঙ্গলবার (২৫ মার্চ) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের উপহার সামগ্রী তুলে দেন।
এসময় জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ইসমাইল মামুনসহ রূপগঞ্জ উপজেলা ও কাঞ্চন পৌরসভা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।