
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটিতে প্রত্যাবর্তন ঘটেছে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের। নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে ৩ নং সদস্য পদে আছেন গোলাম ফারুক খোকন।
সোমবার (২৫ মার্চ) জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এর আগে ২০২২ সালে গিয়াসউদ্দিনকে আহ্বায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে দীর্ঘ ১৪ বছর পর জেলা বিএনপির সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন গেলাম ফারুক খোকন।
দীর্ঘদিন পর জাঁকজমকপূর্ণ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচিত করাকে খোকনের অন্যতম সফলতা হিসেবে বিবেচিত হয়েছিল সেসময়। পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনেও রাজপথে বিএনপিকে সুসংগঠিত করে গড়ে তোলেন খোকন।
সর্বশেষ জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে রাজপথে থেকে নেতৃত্ব দেন খোকন। আন্দোলনে ফতুল্লার সাইনবোর্ড মোড় ও সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এলাকা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গোলাম ফারুক খোকন।