
ঈদ উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, সতারো বছর আমাদের অনেক নেতাকর্মী মামলা হামলা সয়ে দলের সাথে ছিল। এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন। তাদের কাছে আবেদন, আমার ত্যাগী নেতাকর্মীর যেন ঝড়ে না যায়। দুর্দিনে এই ত্যাগী নেতাকর্মীরাই থাকবে, কোকিলরা থাকবে না।
মঙ্গলবার (২৫ মার্চ) রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমান আমাদের বলেছেন যেদিন বাংলাদেশের প্রতিটি নাগরিক ঈদ করতে পারবে সেদিন তার বুকটা ফুলে যাবে। তাই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি নাগরিক যেন ঈদ উদযাপন করতে পারে।
তিনি বলেন, আপনারা তারেক রহমান ও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তারেক রহমান যেন শিঘ্রই আমাদের মাঝে ফিরে আসে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
তিনি আরো বলেন, আজ আপনারা এখানে এসেছেন। এই অনুষ্ঠানের অতিথি আপনারা। আপনারা না আসলে এ অনুষ্ঠান হত না। আপনারা হলেন এ অনুষ্ঠানের সবচেয়ে বড় অতিথি।