
ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, কাল ২৬ মার্চে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে। সেখানে সাধারণ মুক্তিযোদ্ধারা আসবেন। কিন্তু এই ভুয়া মুক্তিযোদ্ধা, ফ্যাসিস্ট ডেভিল মোহাম্মদ আলী যদি এখানে আসে তাহলে আমরা নারায়ণগঞ্জের জনগণ তাকে প্রতিরোধ করবো।
মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রস্তুতি সভা শেষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ব্যাবসা প্রতিষ্ঠানকে জিম্মি করে যিনি সবসময় বিতর্কিত কর্মকান্ড চালিয়েছেন তিনি হলেন মোহাম্মদ আলী। এই মোহাম্মদ আলী নারায়ণগঞ্জের কোন রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নেক আমরা তা চাই না।
তিনি বলেন, আগামীকাল আপনারা সবাই দুপুরের মধ্যে শিল্পকলা একাডেমিতে চলে আসবেন। সেখানে ভুয়া মুক্তিযোদ্ধা ও ফ্যাসিস্ট, শামীম ওসমান, সেলিম ওসমানের দালাল মোহাম্মদ আলী সেখানে যদি আসে তাকে সম্মিলিত ভাবে প্রতিরোধ করবো।