শনিবার, ২৯ মার্চ ২০২৫

|

চৈত্র ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে : রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৭, ২৫ মার্চ ২০২৫

ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে : রাজীব

মাসুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, এখনো কিন্তু বাংলাদেশকে নিয়ে নতুন করে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ফ্যাসিবাদীদের দোসররা বাংলাদেশকে নিয়ে নতুন করে এই ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে।  

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বৃহত্তর কুতুবআইল, কাঠেরপুল এলাকায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।  

তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই আমাদের অতিথি, আমাদের মেহমান। আমরা সবাই মানুষ, আমরা সবাই সমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি নেতাকর্মী সবসময় আপনাদের পাশে আছে। 

তিনি আরো বলেন, আমরা আপনাদের মুখে হাসি ফুটাতে চাই। বাংলাদেশের মানুষের জন্য বিএনপি রাজনীতি করে। এটাই বিএনপির আগামী দিনের রাজনীতি।