
ঈদ সামগ্রী বিতরণ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছেন নাসিক ৬নং ওয়ার্ডের ইরফান ভুইয়া। এ সময় প্রায় দেড় হাজার অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।
গতকাল ২৫ মার্চ দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জ বার্মাশীল পদ্মা ডিপো রোডে এ আয়োজনে উপস্থিত ছিলেন, ইরফান ভূঁইয়া মহানগর ছাত্রদল নেতা, দেলোয়ার হোসেন খোকন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক থানা বিএনপি,হাজী দেলোয়ার হোসেন ভূঁইয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মোঃ রনি শেখ সাবেক জেলা ছাত্রদল সদস্য,মোহাম্মদ এজাজ আহমেদ গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি মহানগর নারায়ণগঞ্জ, মোঃ কামাল হোসেন ফতুল্লা থানা বিএনপি নেতা, ওমর ফারুক যোনি সিদ্ধিরগঞ্জ থানা যুবদল,মেজবা ভূঁইয়া থানা যুবদল, সাকিব মোল্লা সিদ্ধিরগঞ্জ থানা যুবদল, শামীম আলম সাজিদ সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল,সিফাত হোসেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল, শিমুল সিদ্ধিরগঞ্জ থানা যুবদল সহ নেতৃবৃন্দ।
ইরফান ভুইয়া বলেন, এই সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড বিগত আমলে একটি ত্রাসের এলাকায় পরিণত করে রেখেছিলো। আগামীতে এই ত্রাসের রাজত্ব করতে দেয়া হবে না। আপনারা সহযোগিতা করলে এই ওয়ার্ডকে ২৭টি ওয়ার্ডের মডেল ওয়ার্ড রূপান্তর করতে পারবো। এবার ঈদ পালনের লক্ষ্যে আপনাদের পাশে সামান্য কিছু দেয়া জন্য কষ্ট দিলাম।